এক নজরে

হংকং-এ মাদক পাচার করতে গিয়ে ধৃত ৩

By admin

September 11, 2020

কলকাতা ব্যুরো : হংকং-এ ১১ কেজি চরস পাচারের পরিকল্পনা রুখে দিলো নারকটিক্স কন্ট্রোল ব্যুরো। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মাদক পাচারের চেষ্টায় ছিলো চক্রের মাথা রাজেন মিশ্র। এনসিবি গোপন সূত্রে খবর পেয়ে দমদম এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে। তাকে জেরা করে আরো দুজনকে ধরা হয়। তাদের নাম অসীম রায় ও বিশ্বনাথ দাস। যে বাক্স করে পাচারের চেষ্টা চলছিলো তাও উদ্ধার করে এনসিবি।

এনসিবি সূত্রে খবর, প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের চরস উদ্ধার হযেছে। খোঁজ খবর নিয়ে জানা যায়, এরা দীর্ঘদিন ধরে বিদেশে মাদক পাচারের সঙ্গে যুক্ত আছে। এই চক্রে আর কারা জড়িত আছে তা জানার চেষ্টা চলছে।