এক নজরে

পাঁচ দিনে দ্বিতীয়বার পাকিস্তান সীমান্তে বিপুল অস্ত্র উদ্ধার

By admin

October 13, 2020

কলকাতা ব্যুরো: কাশ্মীরে ফের পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাচার করা বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করল নিরাপত্তা সংস্থা। সোমবার সন্ধ্যায় পাক অধিকৃত কাশ্মীরে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনা একসঙ্গে অভিযান চালায়। সেই অভিযানে টংঘর সেক্টরে লাইন অফ কন্ট্রোল কাছ থেকেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।একটি ব্যাগ থেকে উদ্ধার হয় পাঁচটি পিস্তল, দশটি ম্যাগাজিন এবং আরো বেশ কিছু কার্তুজ। এই নিয়ে পাঁচ দিনে দ্বিতীয় বার পাক সীমান্ত থেকে পাচার হয়ে আসা আগ্নেয়াস্ত্র উদ্ধার করল যৌথবাহিনী। গত ৯ অক্টোবর উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে অভিযান চালিয়ে চারটি একে ৭৪ রাইফেল, একটি ম্যাগাজিন এবং ২৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল বাহিনী।

সম্প্রতি পাকিস্তানের দিক থেকে ড্রোনে করে আগ্নেয়াস্ত্র এবং মাদক সীমান্ত পেরিয়ে এদেশে পাচারের ঘটনা সামনে আসে। ইতিমধ্যেই দুটি ক্ষেত্রে সেনাবাহিনী পাচার হয় আসা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে। এরমধ্যে বেশ কিছু অস্ত্র চিনের কোম্পানির ছাপ মারা। একটি ক্ষেত্রে ড্রোনটিকে গুলি করে নামায় রক্ষীবাহিনী। ফলে ওপার থেকে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে উত্তেজনা তৈরি করতে আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনা যে চলছে তা আবারো প্রমাণ পাওয়া গেল।