এক নজরে

দয়া করে ব্রিটিশদের থেকেও নৃশংস শাসক হয়ে যাবেন না

By admin

December 18, 2020

কলকাতা ব্যুরো: দিল্লি বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার তিনি বলেন, দয়া করে ব্রিটিশদের থেকেও নৃশংস শাসক হয়ে যাবেন না। একই সঙ্গে কেজরিওয়াল প্রশ্ন তুললেন কৃষি বিল পাস করানোর জন্য এত তাড়াহুড়ো করার কী প্রয়োজন ছিল? এদিন বিধানসভাতে কেজরিওয়াল তিনটি কৃষি বিলের কপি ছিঁড়ে ফেলেন। একই সঙ্গে দুই আপ বিধায়কও কৃষি বিলের কপি ছেঁড়েন বিধানসভায়।

উল্লেখ্য, প্রথম থেকেই প্রতিবাদরত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে তিনি নতুন কৃষি আইন নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন। অধিবেশনের শুরুতেই তিন কৃষি বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। এরপরই তিনি বিধানসভায় বলেন, আমি বিধানসভায় দাঁড়িয়ে তিনটি কৃষি বিলের কপি ছিড়ে ফেলেছি এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি ব্রিটিশদের থেকেও খারাপ শাসক হবেন না। করোনা পরিস্থিতিতে কী প্রয়োজন ছিল তাড়াহুড়ো করে তিন কৃষি বিল পাস করানোর?

দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, আন্দোলনরত প্রত্যেক কৃষক ভগৎ সিং হয়ে উঠেছেন। আর সরকার বলছে কৃষকদের তারা কৃষি আইনের উপকারিতা বোঝাবে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন, কৃষকদের থেকে তো জমি কেড়ে নেওয়া হচ্ছে না। তাহলে এটাই কি কৃষি আইনের উপকারিতা?

কেজরিওয়াল ছাড়াও আপের দুই বিধায়কও কৃষিবিলের কপি ছিঁড়ে ফেলেন বিধানসভায়। ওই দুই বিধায়কের দাবি, কৃষক বিরোধী কোনও আইন তাঁরা মানেন না। তাঁরা প্রশ্ন তোলেন, বিজেপি নেতারা বলছেন প্রতিবাদী কৃষকেরা দেশদ্রোহী। তাহলে যে সমস্ত গায়ক, সেলিব্রিটি, চিকিৎসক, শিক্ষক, চাকুরীজীবী যারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা কি সবাই দেশদ্রোহী?

উল্লেখ্য, এদিনই দিল্লি হরিয়ানার সিংঘু সীমানায় কৃষকদের প্রতিবাদ আন্দোলন তৃতীয় সপ্তাহে পড়ল। তবে এখনও পর্যন্ত সমস্যা সমাধানের কোনও ইঙ্গিত মেলেনি।