কলকাতা ব্যুরো: বিজেপি নেতা অনুপম হাজরার মন্তব্য অনুমোদন করে না দল। অনুপমের মন্তব্য নিয়ে একথাই বলেন ভারতীয় জনতা পার্টির নব নির্বাচিত সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।
সম্প্রতি রারুইপুরের এক সভায় অনুপম হাজরা বলেন, আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবো। উনি করোনার থেকেও বেশি ক্ষতিকারক। অনুপম হাজরার ওই বক্তব্যকে ঘিরে তৈরি হয় তুমুল বিতর্ক। ঝড় ওঠে সমালোচনার।
এই পরিপ্রেক্ষিতেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান মুকুল রায়। দলে গুরুত্ব বাড়ার পর অনুপম যেমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন, তখন দলের সমস্যাগুলি মেটাতে উদ্যোগী হয়েছেন মুকুল। পদ খোয়ানোয় বিজেপি নেতা রাহুল সিনহার ক্ষোভে প্রলেপ দিতে মুকুল বলেন, রাহুল সিনহাই রাজ্যে বিজেপির মুখ।