এক নজরে

#Anubrata Mondal : অনুব্রতর গাড়িতে লালবাতি কেন?

By admin

July 19, 2022

কলকাতা ব্যুরো: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গাড়িতে লালবাতি কেন? সোমবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। আগামী দু’ সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্যে আর কাদের গাড়িতে লালবাতি, কালো কাচ ব্যবহার করা হয়, সেই সংক্রান্ত একাধিক তথ্য চাওয়া হয়েছে আদালতের তরফে।

রাজ্যে কারা কারা লালবাতির গাড়ি ব্যবহার করেন? গাড়িতে কালো কাচ ব্যবহারের ক্ষেত্রে কী কী বিধিনিষেধ রয়েছে? কারা লালবাতি গাড়ি এবং কালো কাচ ব্যবহারের অনুমোদন পেয়েছেন? আগামী দু’ সপ্তাহের মধ্যে এই সমস্ত তথ্য জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

জেলা সভাপতি হয়ে লালবাতি লাগানো গাড়ি কেন চড়েন অনুব্রত (Anubrata Mondal)? এই প্রশ্ন তুলে গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি মামলা দায়ের করে প্রশ্ন তোলেন, একজন জেলা সভাপতি কীভাবে লালবাতি লাগানো গাড়ি চড়ছেন?

প্রসঙ্গত, বরাবরই লালবাতি লাগানো গাড়িতে ঘোরেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সিবিআই তলবে সাড়া দিতে যখন কলকাতা এসেছিলেন অনুব্রত, তখনও সেই গাড়িতেই এসেছিলেন। পরের দিন হাসপাতালেও গিয়েছিলেন লালবাতি লাগানো গাড়িতে। সেই সময়েই নানা আলোচনা শুরু হয়েছিল। প্রশ্ন উঠছিল, আদৌ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কি লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন? এবার সেই একই প্রশ্ন তুলে রাজ্যের কাছে রিপোর্ট চাইল আদালত।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কেউই ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহারের অনুমতি পান না। মন্ত্রী, বিধায়ক, সাংসদরাও নন। অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িতে নীলবাতি ব্যবহারের অনুমতি রয়েছে। সেক্ষেত্রে কীভাবে অনুব্রত দীর্ঘদিন ধরে লালবাতি লাগানো গাড়ি চড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।