এক নজরে

#AnubrataMondal: একাধিক পরীক্ষার পর এসএসকেএমে ভর্তি অনুব্রত

By admin

April 06, 2022

কলকাতা ব্যুরো: একাধিক শারীরিক পরীক্ষা পর অবশেষে অনুব্রত মণ্ডলকে ভর্তির সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ডের পরামর্শ মেনেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে ভর্তি হলেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা।

অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে সশরীরে হাজিরার জন্য ৪ সপ্তাহ সময় চেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বুধবার দুপুরেই এসএসকেএমে অনুব্রতর সঙ্গে দেখা করতে আসেন তাঁর আইনজীবীরা। তারপর সেখান থেকে তাঁরা চলে যান নিজাম প্যালেসে সিবিআই অফিসে। সেখানে গিয়ে তাঁরা অনুব্রত মণ্ডলের তরফে আবেদনপত্র জমা দেন সিবিআই গোয়েন্দাদের কাছে। ওই আবেদনপত্র তৃণমূল নেতা জানিয়েছেন, তাঁর সদিচ্ছা থাকা সত্বেও শারীরিক অসুস্থতার কারণে তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে পারছেন না। হাজিরার জন্য তাঁকে যাতে চার সপ্তাহ সময় দেওয়া হয়।

গরুপাচার কাণ্ডে বুধবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যাওয়ার কথা ছিল অনুব্রতর। তবে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি। গতকাল, মঙ্গলবার রাত থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন। সেই কারণে এদিন এসএসকেএমে আসেন। ৮ সদস্যের মেডিক্যাল টিম প্রায় তিন ঘণ্টা ধরে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করে। তারপরই তাঁকে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়। যতদিন না তিনি সুস্থ হচ্ছেন, ততদিন হাসপাতালেই কাটাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডা. সৌমিত্র ঘোষ, ডা. দিলীপ পাল-সহ মেডিক্যাল টিমের সদস্যরা মিলে অনুব্রতর ইসিজি, এক্স-রে, রক্তের একাধিক পরীক্ষা হয়েছে। জানা গিয়েছে তাঁর হার্টে সামান্য ত্রুটি রয়েছে। লিভারের সমস্যাও ফের মাথাচাড়া দিয়েছে। বুক ধড়পড়ানি, বুকে ব্যথার মতো সমস্যাগুলির জন্যও হয়েছে টেস্ট। সেসব পরীক্ষার পরই ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ফের মেডিক্যাল টিম বসে তাঁর চিকিৎসা সংক্রান্ত নানা সিদ্ধান্ত নেবে বলেই খবর।

মঙ্গলবার সন্ধেয় কলকাতায় পৌঁছন অনুব্রত মণ্ডল। চিনার পার্কের বাড়িতে রাত কাটান। বুধবার সকালে মিনিট দশেক আইনজীবী সঞ্জীবকুমার দাঁর সঙ্গে কথা বলেন। এরপর এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন। যাতে সিবিআই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে শেষমেশ নিজাম প্যালেসের পরিবর্তে এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরেই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার বুকে সমস্যা রয়েছে। যার জন্য আগেও একাধিকবার চিকিৎসকদের পরামর্শ নিতে হয়েছে। মঙ্গলবার সন্ধেয় পেটের সমস্যা বাড়ে। তাই পূর্বপরিকল্পনা মাফিকই এদিন এসএসকেএম পৌঁছান তিনি।

এদিনে অনুব্রতর শারীরিক অবস্থার বিষয়ে অবগত করতে এদিন নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান তাঁর দুই আইনজীবী। তাঁরা জানান, শারীরিক অসুস্থতার কারণেই হাজিরা দিতে পারেননি অনুব্রত। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা চাইলে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থা দেখে কথা বলতেই পারে।

এদিকে, গরুপাচার কাণ্ডে অনুব্রত একাধিকবার সিবিআই তলব প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিষয়টি আইনের আওতায় রয়েছে। আইন আইনের পথেই চলবে। তাই এই নিয়ে আলাদা কোনও মন্তব্য করব না। তবে এরপরই কটাক্ষের সুর তাঁর গলায়। বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা ব্যস্ততা সত্ত্বেও সময় বের করে সিবিআই দপ্তরে পৌঁছে যান। আমাকেও যখনই ইডি বা সিবিআই ডেকেছে, সময়ের আগেই পৌঁছে গিয়েছি।