এক নজরে

শুভ্রার পর এবার আরতি

By admin

August 18, 2022

কলকাতা ব্যুরো: এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের পর স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে তাঁকে নিয়ে যেতেই এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে চটি ছোঁড়েন। যদিও গায়ে আঘাত লাগেনি তার। মহিলার নাম শুভ্রা ঘোড়ুই। এবার শুভ্রার পথেই হাঁটলেন আরেক বিক্ষোভকারী আরতি মিত্র। তবে এবার পার্থ নন, তিনি অনুব্রত কন্যা সুকন্যা। ঠিক কি ঘটল এদিন? টেট মামলায় তলব পেয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা কলকাতা হাইকোর্টে পৌঁছতেই তাঁকে দেখে ‘গরুচোর, গরুচোর’ বলে চিৎকার করে উঠলেন এক মহিলা। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভরিয়ে দিলেন প্রশংসায়। বিচারপতিকে ‘ভগবান’ বললেন ওই মহিলা। এককভাবে নিজেই প্রতিবাদ জানিয়ে উঠে এলেন সংবাদ শিরোনামে।

টেট দুর্নীতি মামলায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। মামলার শুনানিতে সুকন্যাকে তলব করে হাইকোর্ট। সেইমতো বৃহস্পতিবার সকালে সুকন্যা কলকাতা আসেন। দুপুর নাগাদ কলকাতা পৌঁছে প্রথম চিনার পার্কের ফ্ল্যাটে যান তিনি। তারপর সেখান থেকে বেরিয়ে হাইকোর্টে পৌঁছন। যদিও নিরাপত্তারক্ষীদের কড়াকড়িতে আরতি দেবী সুকন্যার ধারেকাছে ঘেঁষতে পারেননি।

আরতি মিত্র এদিন নিজের অফিসের একটি মামলায় হাইকোর্টে এসেছিলেন। সুকন্যাকে দেখেই চিনতে পারেন তিনি। আর তারপরই ক্ষোভে ফেটে পড়েন। পরে সাংবাদিকদের সামনে বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো ভগবান। ওঁর ন্যায়বিচারের উপর আমরা বেঁচে আছি। জজ সাহেব সব ঠিক বোঝেন। এরপর সুকন্যার প্রসঙ্গ তুলতে ফের সরোষে আরতি দেবী বলেন, ও তো গরুচোর। আবার বলব, গরুচোর গরুচোর গরুচোর।