এক নজরে

নিজেকে নির্দোষ দাবি অনুব্রতর

By admin

September 01, 2022

কলকাতা ব্যুরো: ২০১০ সালের মঙ্গলকোটের অশান্তি মামলায় বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন বিচারকের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূল নেতা বীরভূমের কেষ্ট। আগামিকাল অর্থাৎ শুক্রবার মামলার শুনানি। তবে ওইদিন আর সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না এই মামলায় নাম জড়ানো কাউকেই। ভারচুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন সকলে।

গত ২০১০ সালের ৫ মার্চ মঙ্গলকোটের লাখুরিয়ার মল্লিকপুর গ্রামে বিস্ফোরণ হয়। দূর্ঘটনায় কেবুলাল শেখ নামে এক ব্যক্তি জখম হন। এরপরই ঘটনায় চার্জশিট জমা দেয় মঙ্গলকোট থানা। তাতেই অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ, কাজল শেখ-সহ ১৫ জনের নাম ছিল। এই মামলাতেই বৃহস্পতিবার এমপি-এমএলএ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে। বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেন দাপুটে তৃণমূল নেতা।

বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বেরন অনুব্রত মণ্ডল। প্রিজন ভ্যানের পরিবর্তে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে কলকাতায় আনা হয় তাঁকে। আদালত থেকে বেরনোর সময় পঞ্চায়েত ভোট নিয়ে কথা বলেন অনুব্রত। বলেন, ব্যাপক হবে। পাশাপাশি শরীর ভাল নেই বলেও দাবি করেন দাপুটে তৃণমূল নেতা। সেই সময় তাঁকে লক্ষ্য করে এক চা বিক্রেতা ‘গরু চোর’ বলে স্লোগান দেন। এরপর কলকাতার উদ্দেশে রওনা দেন অনুব্রত।

তবে এদিন বিধাননগর এমপি-এমএলএ আদালতের সামনে অবশ্য মেজাজ হারান তিনি। অভিষেককে তলব প্রসঙ্গে বলেন, তলব করা হয়েছে তো কী নাচব?