এক নজরে

আম্পানে ক্যাগের তদন্তই বহাল, খারিজ রাজ্যের আবেদন

By admin

January 20, 2021

কলকাতা ব্যুরো: আম্পান ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্ত করবে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কর্তৃপক্ষই। এই রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য আবেদন করেছিল হাইকোর্টে। আজ দীর্ঘ শুনানির পর হাইকোর্ট জানিয়ে দেয়, ক্যাগকে যাবতীয় নথি খুব কম সময়ের মধ্যে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। ইউটিলাইজেশন সার্টিফিকেট না পাওয়ার যুক্তিতে নথি দেওয়ার দেরি করতে পারবে না রাজ্য সরকার। তবে এর আগে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে ক্যাগকে যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই সময়সীমা তুলে নিয়েছে আদালত। আদালত এর বক্তব্য, সময় বেঁধে না দেওয়া হলেও, যতটা দ্রুত সম্ভব তদন্ত শেষ করবে ক্যগ।

রাজ্যের প্রবল আপত্তি থাকলেও ডিসেম্বরে উম্পুনে আর্থিক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগের তদন্তেই রায় দেয় হাইকোর্ট। যদিও রাজ্যের তরফে আবেদন করে জানানো হয়, এ ব্যাপারে তাদের কিছু বক্তব্য আরো বলার আছে। এরপরে রাজ্য রিভিউ পিটিশন দায়ের করে আদালতে। এদিন মামলাটি ওঠে প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। শুনানির পর আদালত রাজ্যের আবেদন খারিজ করেও সময়সীমা তুলে নেয়।