এক নজরে

আদিবাসী বাড়িতে কলাপাতায় মধ্যাহ্নভোজন সারলেন অমিত শাহ

By admin

November 05, 2020

কলকাতা ব্যুরো : বাঁকুড়া রবীন্দ্রভবনে বৈঠক সেরে আজ অমিত শাহ চতুরডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন। পাতে ছিল বাঙালি মেনু।

সারাদিন ক্লান্তির পর বিভীষণ হাঁসদার বাড়িতে লাঞ্চের আগে খাটিয়ায় খানিকটা বসে জিরিয়ে নেন অমিত শাহ। এর আগে দুপুরে আদিবাসী গ্রামে তার পা পড়তেই শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। একটু বিশ্রামের পর খাওয়ার ডাক পড়ে। মাটির দাওয়াতে খেজুর চাটাইয়ে বসার আয়োজন ছিল। সামনে ছিল কলাপাতা। প্রথমে পাতে পড়ল ভাত ডাল ও বেগুন ভাজা। এরপর আসে আলু পোস্ত, পোস্ত বড়া, চাটনি এবং পাপড়। শেষপাতে ছিল বাঁকুড়ার স্পেশাল মিষ্টি। পরিবারের সদস্যরা ছাড়াও আদিবাসী মহিলারাই অমিতকে খাবার পরিবেশন করেন। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয় বর্গী, মুকুল রায় এবং আরো অনেকে। পুরো ব্যবস্থার তদারকির ভার ছিল সৌমিত্রর খার উপর।

শেষে কুশল বিনিময়ের পর সেখান থেকে বিদায় নেবার আগে মায়ের মত যত্ন নেওয়া তরুণীকে ধন্যবাদ জানান অমিত শাহ। এছাড়াও সেই জেলার বাসিন্দা শিল্পী শিবপ্রসাদ কর্মকার অমিত শাহের হাতে তুলে দেন তিন কেজি ডোকরার দুর্গা মূর্তি।