অমিত শাহ বললেল ‘ধীরে চলো’

By admin

January 17, 2021

কলকাতা ব্যুরো- আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনের আগে গেরুয়াশিবিরে নাম লিখিয়েছে বহু তৃণমূল নেতাকর্মী। তবে প্রত্যেককেই দলে নেওয়ার জন্য রীতিমতো বিজেপি কড়া বার্তা দিয়েছিল সঙ্ঘ পরিবার। এবার তৃণমূল নেতা কর্মীদের দলে আনার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি প্রয়োগের কথা বৈঠকে জানালেন অমিত শাহ। বাংলার বিজেপি নেতা কর্মীদের সাথে শুক্রবার দিল্লিতে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বাসভবনে দীর্ঘ আড়াই ঘণ্টার এই বৈঠকে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, অমিতাভ চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ ও মুকুল রায়। তৃণমূল কর্মীদের দলে নেওয়ার প্রসঙ্গে এদিন পথ বাতলে দেন শাহ-নাড্ডা।

সম্প্রতি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন একাধিক তৃণমূল নেতা। এরপরই বিজেপি সতর্ক করে আরএসএস। তাদের মতে নির্বাচনে জেতাই মূল লক্ষ্য নয়। তাদের আদর্শে দেশ গড়ার পথেই এগোতে হবে। যারা বিজেপিতে যোগদান করছেন তারা সকলে সঙ্ঘ পরিবারের আদর্শ সম্পর্কে সচেতন নন। তাই তৃণমূল থেকে নেতারা বিজেপিতে যোগদান করলে শক্তিশালী হতে পারে গেরুয়াশিবির। তবে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হবে সঙ্ঘ পরিবারের আদর্শ। এরপরই শুক্রবার বৈঠকে তৃণমূল নেতা কর্মীদের দলে আনার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি প্রয়োগের কথা জানান অমিত শাহ। এবং নন্দীগ্রামের মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে বাংলার বিজেপি নেতাদের। অন্তবর্তী সমীক্ষায় জানা গিয়েছে এই মুহূর্তে নির্বাচন হলে তৃণমূল ও বিজেপির ভোট বিন্যাস ৫০-৫০ শতাংশে দাঁড়াবে। যা বিজেপির কাছে আশাজনক নয়। তাই এই পরিস্থিতিতে উন্নয়নমূলক প্রতিশ্রুতির উপর জোর দিতে এই বৈঠকে বলা হয়েছে বলেই সূ-ত্রের খবর।