এক নজরে

অসুস্থ বোধ করায় ফের হাসপাতালে অমিত শাহ

By admin

September 13, 2020

কলকাতা ব্যুরো: ফের শ্বাসকষ্ট জনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতেই তাঁকে ভর্তি করা হয় নয়া দিল্লির এআইআইএমএস (এইমসে) হাসপাতালে। কার্ডিও-নিউরো বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

অল্প সময়ের ব্যবধানে এই নিয়ে তিনবার অসুস্থ হলেন শাহ। ২ আগস্ট কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসায় তিনি ভর্তি হয়েছিলেন। সেখানে কিছুদিন থাকার পর বাড়িতেই ছিলেন। কিন্তু আগস্টেই ফের অসুস্থ হওয়ায় তিনি ভর্তি হয়েছিলেন এইমসে। ৩১ আগস্ট বাড়ি ফেরেন তিনি। গতকাল ফের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।