কলকাতা ব্যুরো: অ্যামাজন অ্যাপ এ প্রাইম ডে সেল শুরু আগষ্ট এর ৬ তারিখ থেকে। চলবে ৭ তারিখ পর্যন্ত । ফোন মডেল গুলোর ওপর একাধিক ছার চলবে ওই দুদিন । One plus 8, iPhone 11, Oppo F15, Vivo v19 এবং Samsung Galaxy S10 মডেল গুলোর ওপর চলবে বিশেষ ডিল । এ ছাড়া ছার পাওয়া যাবে Samsung Galaxy M31, Samsung galaxy M11 ইত্যাদির ওপর। অ্যামাজন ইণ্ডিয়া মোবাইল গ্রাহকদের সুবিধা দিতে মাইক্রো সাইট তৈরি করেছে। এই সাইট এ নতুন ফোন মডেল, এবং সেই মডেল এর ফিচার এবং বৈশিষ্ট্য জানানো হবে । এইচ ডি এফ সি গ্রাহকদের জন্য ১০ শতাংশ বিশেষ ছার ঘোষণা করেছে।
Previous Articleরাজ্যে সংক্রমণ কমের দিকে
Next Article আরও ৪৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত
Related Posts
Add A Comment