শেয়ার বাজার

#StockMarket : ইতিবাচক দিয়ে শুরু হলেও নিচেই বন্ধ হয় শেয়ার বাজার

By admin

May 18, 2022

Mainak sharma (portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact – 8759689108 (call and WhatsApp)

দুই দিনের লাভের পর আজ আবার সামান্য নীচেই বন্ধ হয় শেয়ার সূচক। ১০৯ পয়েন্ট নীচে নেমে sensex দাড়ায় ৫৪২০৮.৫৩। আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে নিফটি দাড়ায় ১৬২৪০.৩০।

কালকের ধারা কে বজায় রেখেই ইতিবাচক ভাবেই শুরু করে বাজার।প্রথমার্ধে বাজার ইতিবাচক ছিল কিন্তু মুনাফা বুকিং, দ্বিতীয়ার্ধে পিএসইউ ব্যাঙ্ক এবং আইটি বিভাগ সূচক গুলিকে নীচে নামিয়ে আনে।

Tata Consumer Products, Shree Cements, UltraTech Cement, Cipla এবং HUL শীর্ষ নিফটি লাভকারীদের মধ্যে ছিল। পাওয়ার গ্রিড কর্পোরেশন, বিপিসিএল, অ্যাপোলো হাসপাতাল, টাটা মোটরস এবং টেক মাহিন্দ্রা সবচেয়ে বেশি বিক্রির সাক্ষী হয়।

সেক্টরগুলির মধ্যে, নিফটি এফএমসিজি এবং ফার্মা প্রতিটি বিভাগের ইতিবাচক ভাবে শতাংশে বেড়েছে। নিফটির পিএসইউ ব্যাঙ্ক, এনার্জি এবং আইটি সূচক 0.৫-১.৫ শতাংশ কমেছে। বিএসইতে, ক্যাপিটাল গুডস, তেল ও গ্যাস সূচকগুলি 0.৫ ও-১.৮ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এফএমসিজি সূচক বেড়েছে ১.২ শতাংশ।

এইচবিএল পাওয়ার সিস্টেমস, ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস এবং কোহিনূর ফুডস স্টক গুলির বিএসইতে তাদের ৫২-সপ্তাহের সর্বোচ দাম বাড়ে ।

নিফটি ইতিবাচক নোটে দিনের শুরু করে এবং ইতিবাচক গতির সাথে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে নিচের দিকে বন্ধ হলেও ১৬১০০ র সাপোর্ট জোনের নীচে নেমে আসেনি। অন্যদিকেপুল ব্যাকের দিকে এগোলে এটি ১৬৪০০ এর কাছাকাছি হোঁচট খেয়েছে যা লাভ বুকিং আকর্ষণ জোন। বর্তমানে সূচকটি ১৬২০০ এর কাছাকাছি নতুন সাপোর্ট জোনের সাক্ষী হবে বলে আশা করা হচ্ছে। তবে আল্প সময়ে বিনিয়োগে লক্ষ্য হবে ১৬৫০০।

কালকে নজরে থাকবে Havells বর্তমান বাজার মূল্য ১২৪১, এন্ট্রি করতে হবে ১২৭০। ওয়াচ লিস্টে থাকবে আম্বুজা সিমেন্ট।