কলকাতা ব্যুরো: ক্রিস্টানদের যদি একটা ভ্যাটিকান সিটি থাকতে পারে, মুসলিমদের যদি মক্কা, মদিনা থাকতে পারে, তবে হিন্দুদের একটা অযোধ্যা থাকলেই বা ক্ষতি কোথায় ? সেটা আমি কেন, গোটা বিশ্বের হিন্দুরাই চাইবেন। এক ফেসবুক সাক্ষাৎকারে এ কথা বলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)।
সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, রাম নিয়ে কী তোমার আপত্তি আছে? জবাবে, দেব বলেন, পাগল নাকি! এ প্রসঙ্গেই তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মোস্ট পাওয়ারফুল নেতা। আমার ওকে খুব ভালো লাগে। উনি যা বলেন গোটা দেশ সেটা শোনে। ওর ফ্যান ফলোয়ার শাহরুখ খান, সলমন খান, আমির খানদের থেকেও বেশি। আমি নিজেও লক ডাউন এর সময় মোদীজির কথা শুনে থালা বাজিয়েছিলাম। প্রদীপ জ্বলিয়েছিলাম। কিন্তু পরে দেখেছিলাম সামাজিক দুরত্ববিধি ভেঙে রাস্তায় প্রচুর লোক মশাল হাতে বেরিয়ে পড়েছে। তাই রামমন্দিরের ভূমিপুজোর দিন আশঙ্কা ছিল,সেই রকম আবার না হয়। রামমন্দির আমিও সমর্থন করি। মন্দির তৈরি হয়ে গেলে রামমন্দির দেখতে যাবো ফ্যামিলি নিয়ে। কিন্তু আমি মনে করি, জমি যখন হাতে এসে গেছে আর আদালতও যখন অর্ডার দিয়েই দিয়েছে সেক্ষেত্রে অনুষ্ঠান টা যদি ১ জানুয়ারি হতো তাহলেও কোনো সমস্যা ছিল না।
রাজনীতিতে যোগ দিয়ে এখন তিনি তৃণমূল কংগ্রেস সাংসদ। অথচ বরাবরই চড়া দাগের বিতর্কে না গিয়ে তিনি স্পষ্টভাবেই প্রকাশ করেছেন নিজের কথা। রবিবার দেওয়া ওই সাক্ষাৎকারেও এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নিয়ে তাঁর মতামত। তিনি বলেন, আমি যে এ রাজ্যে আছি তার কারণ ‘দিদি’। আমি ব্যক্তিগত ভাবে দিদি কে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। উনি রাজ্যের জন্য অনেক কিছুই করেছেন, করছেন। কিন্তু আমার মনে হয় ওঁর আরও ভালো ভালো লোক দরকার। গ্রাউন্ড লেভেলে যারা উন্নয়নের কাজ পৌঁছে দিচ্ছেন তাদের জন্য অনেক সময় দলের বদনাম হচ্ছে। দিদি যতদিন মানুষের সঙ্গে আছেন মানুষের জন্য থাকবেন ততদিন দিদির জন্য আমার শ্রদ্ধা থাকবে, দিদির সঙ্গে থাকবো।
অপর এক প্রশ্নের উত্তরে টলিউডের এই সুপারস্টার বলেন, নিজেদের কাজের রিপোর্ট কার্ড নিয়েই ভোটে মানুষের কাছে ভোটে যেতে হয়। আগে কে ছিল, কি করেনি, সেটা কথা নয়। মানুষ সেটা জেনেই তো আপনাকে এনেছে। তাই আপনাকে বলতে হবে, আপনি কি করলেন।