এক নজরে

এসএসসি দুর্নীতি নিয়ে সরব দিলীপ ঘোষ

By admin

August 29, 2022

কলকাতা ব্যুরো: এসএসসি দুর্নীতি কান্ডে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয় দুই মিডিল ম্যানো। তাঁদের গ্রেফতারি প্রসঙ্গে সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যাঁদের সন্দেহ করছেন তাঁদেরই গ্রেফতার করছেন। এই দুর্নীতির শিকড় বহু দূর পর্যন্ত রয়েছে বলে দাবি বিজেপি নেতার।

সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ওরা যাকে সন্দেহ করছে তাকে ডাকছে। জেরা করছে। তার মধ্যে কে যুক্ত কে যুক্ত নয় সেটা ভবিষ্যৎ বলবে। তথ্য প্রমাণ করতে গিয়ে অনেক দূর অবধি চলে যাচ্ছে শিকড়। আমাদের মনে হয় যাদের হাত দিয়ে এগুলো হয়েছে তাদেরকে টার্গেট আগে করা উচিত।

তবে এদিন সিবিআই তদন্ত নিয়ে অনেক সুর নরম করলেন দিলীপবাবু। তিনি বলেন, কত দূর অবধি তদন্ত এগিয়েছে তা বোঝা যায় কারণ তাদেরও একটা শক্তির সীমা আছে। তারা তাদের মত কাজ করছেন। যে মাধ্যমে গিয়ে মূল সমস্যায় পৌঁছানো যাবে। অপরাধীদের কাছে পৌঁছানো যাবে সেই কাজ শুরু করেছেন।