এক নজরে

আবার ঊর্ধ্বমুখী সোনা-রূপোর দাম

By admin

February 08, 2021

কলকাতা ব্যুরো- দীর্ঘ কয়েক মাস পর সোনার দাম হ্রাস পেল। দীর্ঘদিন ধরে সোনার দাম বৃদ্ধি থাকায় ব্যবসায়ী এবং ক্রেতাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছিল। শনি ও রবিবারের পর আজ সোমবার সোনার বাজার কিছুটা চড়া। আজ সোমবার সোনার দামের পতন  হঠাৎ করেই কিছুটা ব্যাহত হল আজ। জানুয়ারি মাস থেকে সোনার দাম ধীরে ধীরে হ্রাস হচ্ছিল কিন্তু  হঠাৎ করেই সেই ধারায় তাল কাটল। ফেব্রুয়ারি মাসের প্রথম ৫ দিনের ধারাবাহিক সোনার দামের পতনে কলকাতায় ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম দাঁড়ায় ৪৮৫৪০ টাকা। সোনার দামের সঙ্গেই কমেছিল রূপোর দামও। কিন্তু আজ সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রূপোর দামও। দীর্ঘ কয়েকমাস পর ৫০ হাজারের নীচে নেমেছে সোনার দাম। দীর্ঘদিন ধরে ৫০ হাজারের ওপরে থেকে ব্যবসায়ী এবং ক্রেতাদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল সোনার দাম।

শনিবার ও রবিবার কাটিয়ে আজ সোমবার সোনার বাজার কিছুটা চড়া। আজ কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৮৭৭৫ টাকা। একই অবস্থা হয়েছে রূপোর দামের ক্ষেত্রে। পয়লা ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় এক কেজি রূপোর দাম ৭৩৩০০ টাকা থেকে কমে দাঁড়ায় ৬৭৩০০ টাকা। শুক্রবার কলকাতায় সোনার দাম ছিল ৪৮৫৮০ টাকা। রূপোর দাম ছিল ৬৭৩০০ টাকা। শনিবার সোনার দাম হয় ৪৮,৮২০ টাকা। রূপোর দাম দাঁড়ায় ৬৮, ৭০০ টাকা। শনিবার ও রবিবার বেড়ে আজ সোমবার কলকাতায় এক কেজি রূপোর দাম হয়েছে ৬৯২০০টাকা। তবে সোনা-রূপোর ব্যবসায়ীরা আশঙ্কা করেছিলেন কয়েকদিন সোনার দাম কিছুটা হ্রাস হলেও অনেকটা দাম সম্ভবনা নেই। সেই আশঙ্কা সত্যি করেই আবার ঊর্ধ্বমুখী সোনা-রূপোর দাম। সোনার ৫০ হাজার না ছুঁলেও চিন্তা বেড়েছে ব্যবসায়ীদের। এখন কোথায় গিয়ে বাজার থিতু হয় সেদিকেই তাকিয়ে ক্রেতারা।