এক নজরে

জেলে রাত কাটিয়ে আসানসোল হাসপাতালে কেষ্ট

By admin

August 25, 2022

কলকাতা ব্যুরো: এক ঘণ্টা পেরিয়ে গেলেও বন্ধ টিকিট কাউন্টার। বাইরে রোগীরা কষ্ট পাচ্ছেন, অথচ জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এমন অভিযোগে উত্তাল আসানসোল হাসপাতাল। বৃহস্পতিবার জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসার পরই কার্যত বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। পুলিশ লাঠিচার্জ করে সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছে বলে অভিযোগ।

এদিকে বুধবার জেলে রাত কাটানোর পর বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশ মতো আসানসোল জেল থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রতকে। এরপরই হাসপাতালের জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

রোগীদের পরিবারের দাবি, একজন জেল বন্দি নেতার জন্য কেন এভাবে কষ্ট দেওয়া হবে তাঁদের?

অভিযোগ, হাসপাতালের তরফ থেকে অপেক্ষারত রোগী ও তাঁদের পরিবারকে বলে দেওয়া হয়েছে, আপাতত টিকিট কাউন্টার বন্ধ। এক ঘণ্টা হয়ে গেলেও লাইনেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের।