এক নজরে

৫৫ বছর পর হলদিবাড়ি থেকে বাংলাদেশে ফের চালু হচ্ছে ট্রেন

By admin

December 11, 2020

কলকাতা ব্যুরো: দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ দশক পর ফের খুলে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচলের নতুন পথ। একসময় এ রাজ্যের হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি হয়ে রেল ব্যবস্থা চালু ছিল। দীর্ঘ ৫৫ বছর সেই রেল পথ বন্ধ থাকার পর আবার ১৭ ডিসেম্বর তা চালু হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এই রেলপথের উদ্বোধন করবেন।প্রথমে গুডস ট্রেন চালানো হবে এই রেলপথ শুরুর দিনে। উত্তর পূর্ব রেল শাখার অন্তর্গত হলদিবাড়ি- চিলাহাটি রেল রুট এই রেল পথ বন্ধ হয়ে গিয়েছিল হাজার ১৯৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের। এবার আবার এই রেলপথ চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।

এই পথে প্রথমে মালগাড়ি চালু করা হলেও আগামীতে যাত্রী ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। যদিও বর্তমানে কলকাতা থেকে গেদে হয়ে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে বাংলাদেশের মধ্যে। আবার বনগাঁ স্থল সীমান্ত পেরিয়ে বাংলাদেশের বেনাপোলে পৌছলেই সেখান থেকে ট্রেনে করে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া যায়। এখন কোচবিহারের হলদি বাড়ি থেকে চিলাহাটি দিয়ে নতুন করে যাত্রি ট্রেন শুরু হলে এ রাজ্যের উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের উত্তর অংশের যাত্রী পরিষেবা আরো বাড়বে।