%%sitename%%

এক নজরে

অযোধ্যার ভূমি পুজোয় আমন্ত্রণ পেলেন না আডবাণী – যোশী

By admin

August 01, 2020

কলকাতা ব্যুরো : ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পূজো। তাকে ঘিরে অযোধ্যায় এখন সাজো সাজো রব। সেদিন নিউইর্কের টাইমস স্কয়ারে বিলবোর্ড-এ ভেসে উঠবে রাম মন্দিরের ছবি। কিন্তু এহেন অনুষ্ঠানে এখনও ডাক বা আমন্ত্রণ কোনোটাই পাননি লালকৃষ্ণ আডবাণী বা মুরোলিমনোহর যোশীর মতো নেতারা। কল্যাণ সিংহ বা উমা ভারতি আমন্ত্রণ পেলেও এখনও কেন আডবাণী – যোশী ডাক পেলেন না এনিয়ে বিস্মিত বিজেপি-র একাংশ। ঘটনাচক্রে আডবাণী বা যোশী নামগুলোর সঙ্গে সমর্থক হয়ে আছে রাম লালার মন্দিরের প্রসঙ্গটি। মোদী তো থাকছেনই। ডাক পেয়েছেন কল্যাণ সিংহ এবং উমা ভারতীও।

উল্লেখ্য ৫ অগস্ট-র ভূমিপজার আগেই এই আয়োজনের সঙ্গে যুক্ত ১৭ জন করোনা সংক্রমিত।সংক্রমিতদের মধ্যে রয়েছে মন্দির কমিটির এক সেবায়েত ও ১৬ জন পুলিশ কর্মীও। যদি ও ভূমি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার প্রোটোকল মেনেই এই পূজো হবে। জানা গেছে, প্রায় ২০০ জন ভিভিআইপি এই পুজোয় উপস্থিত থাকবেন। তাদের নামার জন্য কয়েক কিমি দূরে তৈরি হয়েছে হেলিপ্যাড।