২১ এর ধর্মযুদ্ধ

বুথের সামনে ভিড় করলেই অ্যাকশান

By admin

April 16, 2021

কলকাতা ব্যুরো: রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিধান সভার ভোটের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ। রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে ছয় জেলার ৪৫ টি আসনে ভোট শান্তিপূর্ন রাখতে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও পনেরো হাজার ৭৯০ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। বুথের দুশো মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকছে। কোচ বিহারের শীতল কুচি বুথ থেকে শিক্ষা নিয়ে বুথের কাছে ভিড় বা গোলমাল করলে বাহিনীকে প্রথমেই কড়া ব্যাবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজনে প্রথমেই অ্যাকশন নিয়ে বুথে বাজে ভিড় সরাতে নির্দেশ।

এছাড়াও অন্যান্য দায়িত্বে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পূর্ব বর্ধমানের মোতায়েন থাকছে ১৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখানে বর্ধমান ছাড়া মন্তেস্বর, রায়না, জামালপুরে ভোটে গোলমালের আশংকা রয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ৬১ কোম্পানি বাহিনী থাকছে মূলত ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভোট সামাল দিতে। বারাসাত পুলিশ জেলায় ৬৯ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় ১০৭ কোম্পানি, বিধান নগর পুলিশ কমিশনারেট ৪৬ কোম্পানি, দার্জিলিঙে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি, কালিম্পং ২১ কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় ১১ কোম্পানি, রানাঘাটে ১৪০ কোম্পানি এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।