এক নজরে

দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার জামালপুর

By admin

November 06, 2020

কলকাতা ব্যুরো: বালি বোঝাই একটি ট্রাক উল্টে একটি বাড়িতে ঢুকে গেলে একই পরিবারের তিনজনের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ ঘটনাটি ঘটে জামালপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমান জেলার জামালপুর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের গাড়ি ভাংচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।জানা গিয়েছে, যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন বাড়িতে ছিলেন না গৃহকর্তা প্রশান্ত বাউড়ি। তার স্ত্রী, কন্যা ও পুত্র ঘরে বসে টিভি দেখছিলেন। রাস্তার পাশেই তাদের বাড়ি। রাত সাড়ে নয়টা নাগাদ অভারলোডেড একটি বালির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেখানে। তা ঘর ভেঙে ঢুকে পরে বাড়িতে। দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরো দুই জন।এর পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। তাদের অভিযোগ, বেআইনি ভাবে চলছে এই ব্যবসা। ট্রাকগুলি অভারলোডেড অবস্থায় যায়। বারে বারেই এনিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।