এক নজরে

এই স্বাধীনতার স্বপ্নই কি দেখেছিলেন গান্ধীজি, নেতাজিরা?

By admin

August 15, 2022

কলকাতা ব্যুরো: বিভেদকামী শক্তির হাতে দেশ শাসনের ভার কোনও মতেই ছাড়া যাবে না। কেন্দ্রের এই ‘অমৃতকাল’ ঝুটা। আমাদের সংবিধান রক্ষা করতে হবে। দেশের ঐক্য রক্ষা করতে হবে। হিংসামুক্ত ভারতবর্ষ চাই আমরা। বিদ্বেষের বিষ যারা ছড়াচ্ছে তাদের উৎখাত করতে হবে। রবিবার মধ্যরাতে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে ফেসবুক লাইভের আট মিনিটের ভাষণে এমনই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার সকালেই এক দফা টুইট করে জাতীয় ঐক্যের পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর মধ্যরাতের ভাষণে ’২৪-এর নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, আট বছর ধরে আমরা সময় নষ্ট করেছি। আরও পাঁচ-সাত বছর নষ্ট করতে চাই না। আমাদের এবার রাস্তায় নেমে কাজ করতে হবে। ইতিহাস সৃষ্টি করতে হবে। এক হতে হবে। তবেই স্বপ্নের দেশ গড়তে পারব। দেশের সামাজিক ঐক্যকে রক্ষা করতে পারব। সংবিধান রক্ষা সম্ভব হবে।

অভিষেকের কথায়, এমন এক দেশ গড়তে হবে যেখানে প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে। তার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। দেশকে বিভেদকামী শক্তির শাসনে ছেড়ে দিতে পারব না। আমার দেশপ্রেম একতা, ধর্মনিরেপক্ষতার মিশেল। কোনও অশুভ শক্তি এই ঐক্যকে ভাঙতে পারবে না। হিংসামুক্ত ভারতবর্ষ চাই আমরা। যারা বিদ্বেষের বিষ ছড়াচ্ছে তাদের দেশ থেকে তাড়াতে হবে।

পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে দেশের অর্থনীতি, নারী স্বাধীনতা, সামাজিক সুরক্ষা–একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সরকারকে নিশানা করে অভিষেক বলেন, বৈচিত্রের মধ্যে একতা আমাদের দেশের বৈশিষ্ট্য। তাকে নষ্ট করা হচ্ছে। বিরোধীদের দেশদ্রোহী বলে দেগে দেওয়া হচ্ছে। এই স্বাধীনতার স্বপ্নই কি দেখেছিলেন গান্ধীজি, নেতাজি, ভগৎ সিংরা– প্রশ্ন তুললেন অভিষেক।