এক নজরে

Goa Election 2022: প্রার্থীতালিকা প্রকাশ করতে তিনদিনের গোয়া সফরে অভিষেক

By admin

January 17, 2022

কলকাতা ব্যুরো: তিনদিনের সফরে সোমবার গোয়ায় গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রার্থীতালিকা প্রকাশ করতেই তাঁর এই গোয়া সফর। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হবে গোয়ার ৪০টি আসনে। সূত্রের দাবি, এর মধ্যে ৩০টি আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। বাকি ১০টি আসন ছাড়া হবে জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে। তবে, ইতিমধ্যেই এই নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। গোমন্তক পার্টি চিঠি দিয়ে তৃণমূলকে জানিয়েছে, তারা ১২টি আসনে লড়তে চায়।

মনে করা হচ্ছে, তিনদিনের এই গোয়া সফরেই শরিকের সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলবেন অভিষেক। তাই তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের গোয়া সফরে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের। যার মধ্যে অন্যতম গোয়া ভোটের জন্য দলের ইস্তাহার তৈরি। মূলত, মহিলা ও যুব ভোটারদের কথা মাথায় রেখেই প্রতিশ্রুতির তালিকা তৈরি করা হবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে গোয়ায় মহিলাদের জন্য ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, গোয়ায় সরকার গড়তে পারলেই মহিলাদের মাসে ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এছাড়াও তৃণমূলের ইস্তাহারে যুবদের কর্মসংস্থান এবং বাসিন্দাদের জমির মালিকানা প্রদানের মতো বিষয়গুলির উপরেও জোর দেওয়া হবে।

অভিষেক তাঁর এই তিনদিনের সফরে ভোটের প্রচার নিয়েও রণকৌশল স্থির করবেন। পশ্চিমবঙ্গের চালচিত্রের সঙ্গে গোয়ার আদব-কায়দা মেলে না। তাই সেখানে কোন উপায়ে প্রচার করলে মানুষের মন পাওয়া যাবে, তা ভেবে দেখতে হবে তৃণমূল নেতৃত্বকে। এছাড়াও রয়েছে দলের অন্তর্দ্বন্দ্ব মেটানোর মতো বড় চ্যালেঞ্জ।

সম্প্রতি গোয়ায় কংগ্রেস-সহ বিভিন্ন দল থেকে নেতা, কর্মীদের তৃণমূলে যোগদানের ঢল নেমেছিল। কিন্তু, এখন আবার উল্টো হাওয়া বইতে শুরু করেছে। যাঁরা ঘাসফুলে নাম লিখিয়েছিলেন, তাঁদের একাংশ ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গ ত্যাগ করেছেন। বাকিদের অবস্থানও খুব একটা স্পষ্ট নয় ৷ তাছাড়া, তৃণমূলকে টক্কর দিতে মাঠে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও ৷ এইসব ‘উপসর্গ’ গোয়ায় তৃণমূলের জন্য মোটেই সুখের নয়। তাই নির্বাচনী লড়াইয়ে পাকা রণকৌশল দরকার। তা না হলে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা, কিংবা কংগ্রেসকে ঠেকানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তৃণমূল নেতৃত্বের আশা, তিনদিনের গোয়া সফরে এইসব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন অভিষেক।