এক নজরে

বামেদের নবান্ন অভিযানে গিয়ে সমর্থকের মৃত্যুতে জোড়া মামলা

By admin

February 18, 2021

কলকাতা ব্যুরো: নবান্ন অভিযানে মৃত্যু এবং নিখোঁজের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে গেলো বামেরা। একই ইস্যুতে এদিন দুটি মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষন করে রাজ্য সভার সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, গত ১১ ফেব্রুয়ারি বামেদের ছাত্র সংগঠন নবান্ন অভিযানে নির্বিচারে পুলিশের লাঠি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে বাঁকুড়ার কোতোলপুরের বাম সমর্থক মইদুল ইসলাম মিদ্দার। এবং একজন নিখোঁজ রয়েছেন। তাঁর কোনও হদিস এখনও পাওয়া যায় নি। পুলিশের এই লাঠি চালানো মানবাধিকার লংঘনের সামিল তাই এই ঘটনার প্রেক্ষিতে বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানানো হয়েছে।

পুলিশ নবান্ন অভিযান যোগ দেওয়া বাম ছাত্র যুবদের ফাঁদ পেতে মারতে চেয়েছিল বলে অভিযোগ দলীয় নেতাদের। যেভাবে ওয়েলিংটন স্কয়ার থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার মুখ পর্যন্ত দু ধারের বাইলেনগুলির মুখ বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাতে একবার কেউ ওই রাস্তায় ঢুকে পড়লে তার পক্ষে আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আর ধর্মতলার মুখে তখন পুলিশ। লাঠি কাঁদানে গ্যাস জল কামান নিয়ে দাড়িয়ে পুলিশ। ফলে যারাই ওই রাস্তা দিয়ে গিয়ে ধর্মতলার মুখে পৌঁছবেন, তারাই পুলিশের লাঠির মুখে পরবেন। সেদিন সেই ভাবেই কয়েক শ আন্দোলনকারী পুলিশের মার খেয়েছেন বলে অভিযোগ।