এক নজরে

স্টেটসম্যান হাউজ চত্বরের নির্মীয়মান বহুতল বাড়িতে বিধ্বংসী আগুন

By admin

January 03, 2021

কলকাতা ব্যুরো : শহরের হেরিটেজ বিল্ডিং বলে পরিচিত স্টেটসম্যান হাউজ চত্বরের নির্মীয়মান বহুতল বাড়িতে বিধ্বংসী আগুন লাগল। শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ফলে তীব্র আতঙ্ক দেখা দেয়।

আগুন নেভাতে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগে নির্মীয়মান বহুতলের চার তলায়। 

কয়েক বছর আগে থেকেই স্টেটসম্যান হাউজের এই জমির উপর বহুতল তৈরি করে চলেছে একটি নামী নির্মাণকারী সংস্থা। দমকল সূত্রে জানা গিয়েছে, এই নির্মীয়মান বহুতলের চারতলায় মজুদ ছিল প্লাস্টিক জাতীয় দ্রব্য।

তাতেই আগুন লেগে যায়। বহুতলের পাশেই রয়েছে স্টেটসম্যান হাউস। আতঙ্কে তাদের কর্মীরা অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন।

আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তার চেষ্টা করতে থাকেন দমকল কর্মীরা। দমকল কর্মীদের তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।