কলকাতা ব্যুরো: দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে সোমবার কিছুটা কম বটে, কিন্তু মোট আক্রান্তের সংখ্যাটা ভারতে ২২ লক্ষ পার হয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৬২,০০,৬৪ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২২,১৫,০৭৪। দৈনিক সংক্রমণের সংখ্যা আজ কিছুটা কম হলে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। সোমবার ওই সংখ্যা হাজার পার করেছে। একদিনে মৃত্যু হয়েছে ১০০৭ জনের। ফলে দেশে মোট করোনার বলি বেড়ে হল ৪৪,৩৮৬। সুস্থতার হার আরও বাড়লো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্তের সংখ্যা ৫৪,৮৫৯। মোট ১৫ লক্ষ মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
					 Previous Articleআজকের সোনা – রুপোর দর
				
		
					Next Article বৃষ্টি কমলেও বাড়বে আর্দ্রতায় অস্বস্তি
				
		
	Related Posts
			
				Add A Comment			
		
	
	
		
									 
					