কলকাতা ব্যুরো: ঘন্টা দুয়েক রগড়ে এ দিনের মতো রেহা চক্রবর্তীর ভাই সৌভিককে রেহাই দিলেও, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি অফিসে প্রায় ছ’ঘন্টা রয়েছেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী। তাঁকে আপাতত জেরা না করার রেহার আবেদন খারিজ করে ইডি এদিন সাড়ে এগারোটার মধ্যে তলব করে সুশান্তের অর্থ তছরূপে অভিযুক্ত রেহাকে।
সুশান্তের ব্যাংক থেকে ১৫ কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ এই তরুণীর নামে করেছেন মৃত অভিনেতার বাবা। সেই সূত্রেই ইডি-তদন্ত শুরু করেছে আর্থিক দুর্নীতির অভিযোগের। এ দিন সাড়ে ১১ টা নাগাদ দিদি রেহাকে নিয়ে মুম্বাই ইডি র অফিস পৌঁছান তাঁর ভাই সৌভিক। ঘন্টা দু’যেক পরে বেরিয়ে যান তিনি।
ইডি অফিসে এদিন তলব করা হয়েছে রেহার প্রাক্তন সেক্রেটারিকেও। তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে।
					 Previous Articleকবিগুরু মেলালেন সব রঙ
				
		
					Next Article ট্যাক্সির বাড়তি ভাড়া প্রত্যাহার
				
		
	Related Posts
			
				Add A Comment			
		
	
	
		
									 
					