কলকাতা ব্যুরো: রামের বিশ্বজয়। ভাববেন না, রামনামে শুধু আপনার ভারত মাতোয়ারা। বুধবার অযোধ্যাকান্ডে আগ্রহ ছিল গোটা বিশ্বের। কতগুলি দেশ রামমন্দিরের ভূমিপুজোর সরাসরি সম্প্রচার দেখেছে জানেন? দেশি-বিদেশি সব মিলিয়ে ১,৬০০টির বেশি টিভি চ্যানেল অনুষ্ঠানটির সম্প্রচার করেছে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ডের মতো পাশ্চাত্যের দেশগুলি তো বটেই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ওমান, ইন্দোনেশিয়া, মরিশাসের মতো মুসলিম প্রধান রাষ্ট্রগুলোতেও সমান আগ্রহ ছিল। পাকিস্তানেও অনুষ্ঠানটি বেশ সাড়া ফেলেছিল বলে সংবাদসংস্থার খবর। বাংলাদেশ, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুরেও অনেক মানুষের নজর ছিল টিভিতে ভূমিপূজোর সরাসরি সম্প্রচারে। অযোধ্যায় অনুষ্ঠানস্থল ভর্তি ছিল প্রায় ২০০ ওবি ভ্যানে। ইউটিউবেও লক্ষ লক্ষ ভিউ পেয়েছে ভূমিপূজোর ফুটেজ।
					 Previous Articleসুপ্রিম কোর্ট থেকে মালিয়ার নথি গায়েবে কৈফিয়ত তলব
				
		
					Next Article কেন ফিরে ফিরে আসে ৫ আগস্ট
				
		
	Related Posts
			
				Add A Comment			
		
	
	
		
									 
					