কলকাতা ব্যুরো: আগেই খবর পাওয়া গিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে হত্যা করতে চায় রাশিয়া। তাই ভয়ানক চেচেন বাহিনীকে পাঠানো হয়েছিল কিয়েভে। কিন্তু সেই সময় লক্ষ্যপূরণ হয়নি মস্কোর। উল্টে প্রাণ দিতে হয় চেচেন বাহিনীর প্রধানকে। এবার ফের একবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার চেষ্টা করলো রাশিয়া। জানা গিয়েছে শনিবার সরাসরি প্রেসিডেন্টের বাড়ির বাগানে আছড়ে পড়ে মিসাইল। যদিও কোনওমতে প্রাণরক্ষা হয় প্রেসিডেন্টের।
এদিকে নামে যুদ্ধবিরতি ঘোষণা করলেও মারিউপোলে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া। তার জেরে বন্ধ রাখতে হয়েছে উদ্ধারকার্য। সবমিলিয়ে রাশিয়ার ক্রমাগত হামলার মুখে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে কিয়েভ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল এখনও নিতে পারেনি রাশিয়া। এই শহরেই প্রেসিডেন্টের বসবাস। তাঁর বাড়ির বাগানে মিসাইল আছড়ে পড়েছে বলে অভিযোগ। গোটা বিষয়টি ফেসবুকে পোস্ট করে জানান প্রেস সচিব সের্গিই নিকিফরব। লেখেন, প্রেসিডেন্টের বাড়ির বাগানে মিসাইলের টুকরো পাওয়া গিয়েছে। তিনি অভিযোগের স্বপক্ষে একটি ছবিও পোস্ট করেন। তবে গোটা মিসাইলে ছবি বা কী ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিতভাবে জানাতে পারেননি প্রেস সচিব সের্গিই নিকিফরব।

শনিবারই ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। যুদ্ধের ময়দানে আটকে পড়া সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের উদ্দেশে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ করেছে মস্কো বলে রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর। কিন্তু ইউক্রেনের অভিযোগ, নামে যুদ্ধবিরতি হলেও মারিউপোলে ক্রমাগত হামলা চালাচ্ছে রুশবাহিনী। যার জেরে ব্যাহত হয়েছে উদ্ধারকার্য। তবে শুধু মারিউপোল নয়, একইচিত্র অন্যান্য শহরেও।
গত কয়েকদিন ধরে রুশ বাহিনীর হাতে কার্যত অবরুদ্ধ মারিউপোল। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। খাবার-পানীয়র ন্যূনতম সরবরাহ এসে পৌঁচছে না আমজনতার কাছে। চরম প্রতিকূল পরিস্থিতিতে দিন কাটাচ্ছে আমজনতা। যা দেখে অনেকে মারিউপোলের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের নাৎসি বাহিনীর লেলিনগ্রাদ অবরোধের তুলনা করছেন।
