কলকাতা ব্যুরো: বিধ্বংসী আগুনে ভষ্মিভূত হল প্রায় ৫০ টি ঝুপড়ি বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় বাইপাস সংলগ্ন নেতাজি নগর কলোনীর একটি একটি ঘরে হঠাৎ আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত তা ছড়িয়ে পরে আশপাশের ঘর গুলিতে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু প্রবল শীতে উত্তুরে হাওয়ায় আগুন দ্রুত বাড়তে থাকে। ফলে পরে ১৫ টি ইঞ্জিন এনে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়। কোন ও মানুষের হতাহতের খবর নেই। তবে অন্তত ৫০-৬০ টি পরিবারের পথে আশ্রয় নেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছন পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী সুজিত বসু। যদিও তাদের পৌঁছনোর আগেই ঝুপড়ির বাড়িগুলি ফাঁকা করে বাসিন্দারা যেটুকু হাতের কাছে যা নিতে পেরেছেন, তা নিয়ে সোজা এসে ওঠেন বাইপাসের উপরে। ফলে একদিকে বাসিন্দাদের ভিড়ে এবং দমকলের গাড়ির জন্য বাইপাস অবরুদ্ধ হয়ে পড়ে। কয়েক শ’ মানুষ এসে বাইপাসের উপরে এই শীতের রাতে একেবারে সহায় সম্বলহীন হয়ে বসে পরেন। কান্নাকাটি জুড়ে দেন মহিলারা ও বাচ্চারা।
ফিরহাদ হাকিম ঘটনাস্থলে এসে আশ্বাস দিয়েছেন, সব ঘর নতুন করে পুরসভা তৈরি করে দেবে। কোথাও দরকার হলে যাবতীয় সাহায্য করবে পুরসভা। কিন্তু এত বড় আগুন কী করে লাগল, সে ব্যাপারে রাত পর্যন্ত সঠিকভাবে কিছু বলতে পারেনি দমকল কর্তৃপক্ষ। তবে এই শীতের মধ্যে যেসব পরিবার সহায় সম্বলহীন হয়েছেন, তাদের যাবতীয় শীতবস্ত্রের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। এলাকার বিধায়ক তথা মন্ত্রী সাধন পান্ডে ঘটনাস্থলে এসে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।
		
									 
					


