কলকাতা ব্যুরো : নিকিতা হত্যাকাণ্ডের অগ্নিগর্ভ হরিয়ানার বল্লভপুর। ওই ঘটনায় রবিবার ডাকা হয়েছিল মহা পঞ্চায়েত। দুই পক্ষের লোকজন হাজির ছিলেন সেখানে। কিন্তু কিছুসময়ের মধ্যেই পুলিশকে লক্ষ্য করে সেখানে চলতে থাকে ইটবৃষ্টি। বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। বেশ কয়েকজন সেখানে হাজির থাকা ব্যক্তির ও আঘাত লাগে। পরে বাড়তি পুলিশ বাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় যদিও তার আগেই অবরোধ করে দেওয়া হয় মথুরা রোড ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এলাকায়।
লাভ জেহাদে নিকিতা খুনে এখন আবার জোর বিতর্ক দেশজুড়ে।
হরিয়ানায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় এক তরুণী কলেজ ছাত্রীকে। গত সপ্তাহে দুপুরে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয় তাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদাবাদে রাস্তা অবরোধ ও বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষ। রাতে সামিল হন ছাত্রছাত্রীরাও। ওই ঘটনার মূল অভিযুক্ত তৌসিফ সহ মোট দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করা হয় তাদের। ইতিমধ্যেই সিট গঠন করে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকার।
ভিন্ন ধর্মের মধ্যে ঘটনা ঘটে যাওয়ায় তাদের পিছন থেকে উস্কানি জুটে যায়। সেই উস্কানির বাড়তে থাকে। উত্তেজনার ফলে বাধ্য হয়ে দুই ধর্মের মাথাদের নিয়ে রবিবার মহা পঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছিল। সেখানেই এদিন গোলমাল চরম আকার নেয়। অভিযুক্তদের ফাঁসির দাবিতে একপক্ষ ব্যাপক উত্তেজনা ছড়ায় বলে পুলিশের অভিযোগ।
Previous Articleলোকাল ট্রেন চালানো নিয়ে সোমবার বৈঠক রেলের সঙ্গে
Next Article নাবালক মৃত্যুতে আপাতত স্বস্তি পুলিশের
Related Posts
Add A Comment