কলকাতা ব্যুরো: কিভাবে তদন্ত চলবে সে ব্যাপারে সংবাদমাধ্যম কী তদন্তকারীকে নির্দেশ দিতে পারে? প্রশ্ন তুললেন মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। সংবাদমাধ্যমের কি তদন্তকরীদের পরামর্শ দেওয়া কাজ হতে পারে? বিস্মিত প্রশ্ন প্রধান বিচারপতির।
সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর পর যেভাবে বিভিন্ন চ্যানেল মুম্বাই পুলিশের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছে, তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত আইপিএস। যাদের মধ্যে একাধিক আই পি এস মহারাষ্ট্রের ডিজি এবং পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন। এদিন ফের সেই মামলাটি ওঠে প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত র ডিভিশন বেঞ্চে।
ঘটনাচক্রে এদিনই মুম্বাই পুলিশ বৈদ্যুতিন সংবাদমাধ্যমের টিআরপি কেলেঙ্কারি নিয়ে নয়া তথ্য ফাঁস করেছে। অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভিকে পয়সা দিয়ে অংক গুলিয়ে টিআরপি বাড়িয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ওই চ্যানেলকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য মিডিয়া ট্রায়ালে অন্যতম অভিযুক্ত রিপাবলিক টিভি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সুবিচার চাওয়ার দাবিতে, একদিকে মুম্বাই পুলিশ, অন্যদিকে রেহা চক্রবর্তী বিরুদ্ধে অভিযোগ তুলে, তাদের বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে এই সংবাদ সংস্থা। যদিও মুম্বাই পুলিশের অভিযোগ উড়িয়ে দেন টিভি চ্যানেলের মালিক অর্ণব গোস্বামী।
সংবাদমাধ্যম নিজের মত করে কাউকে অভিযুক্ত হিসেবে দাঁড়িয়ে দিচ্ছে, কাউকে গ্রেপ্তার করার জন্য হ্যাশট্যাগ দিয়ে প্রচার চালাচ্ছে। এই অবস্থায় একদিকে তদন্তের কাজ বিঘ্নিত হচ্ছে, পাশাপাশি মুম্বাই পুলিশের বিরুদ্ধে যেভাবে প্রচার চলছে তাতে সাধারণ মানুষের মুম্বাই পুলিশ সম্পর্কে আস্থা চলে যাবে বলে আশঙ্কা করা হয়েছিল ওই জনস্বার্থ মামলায়। প্রথমত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের মিডিয়া ট্রায়ালের প্রতিবাদে এই মামলা হয়।
এদিন মুম্বাই হাই কোর্ট এ ব্যাপারে নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটি বা এন বি এস এর ভূমিকা কি তা জানতে চায়। আদালতের প্রশ্ন, চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ পেলে কী ব্যবস্থা নেয় ওই সংস্থা। অথবা এ ব্যাপারে তাদের কোন গাইডলাইন আছে কিনা। এন বি এস এর আইনজীবী জানান, বেশিরভাগ ক্ষেত্রেই চ্যানেল দুঃখ প্রকাশ করে। কোর্টের বক্তব্য দুঃখ প্রকাশ শেষ কথা! এ ব্যাপারে কোন গাইডলাইন আছে কিনা ফের সেই প্রশ্ন তু ললে আদালত, আইনজীবী জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে এ ব্যাপারে আইন করা হবে। তিনি আরো জানান, বহু চ্যানেলই এন বি এস এর সদস্য নয়।
এর পরেই প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চান। আগামী সোমবার ফের মামলাটি উঠবে প্রধান বিচারপতির এজলাসে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য যেভাবে একদিকে মুম্বাই পুলিশ এবং অন্যদিকে তার বান্ধবী রেহা চক্রবর্তীকে অভিযুক্ত করে কাঠ গড়ায় তুলেছে সংবাদমাধ্যমের একাংশ সে ব্যাপারে সমালোচনা শুরু হয়েছে।
					 Previous Articleতালিকায় নাম নেই, পান্ডে বললেন তার জীবন বিহারের মানুষের জন্য
				
		
					Next Article গীতা
				
		
	Related Posts
			
				Add A Comment			
		
	
	
		
									 
					