কলকাতা ব্যুরো: সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়েছিলো আগেই। আজ থেকে তা চালু হলো সল্টলেক স্টেডিয়াম থেকে ফুল বাগান পর্যন্ত। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার উদ্বোধন করছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তবে যাত্রীদের জন্য তা চালু হচ্ছে সোমবার থেকে।
গত তিনদিন ধরেই চলছে শিয়ালদা উড়ালপুলের নিচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল কাটার কাজ। সে কারণেই তিনদিন বন্ধ রয়েছে শিয়ালদা উড়ালপুলে যান চলাচল। আগামীকাল সকাল থেকেই সেখানে স্বাভাবিক হবে যান চলাচল।
এদিকে আজ থেকেই সপ্তাহে প্রতিদিনই চলবে কলকাতা মেট্রো রেল। সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে ১২২ টি ট্রেন। যাত্রীদের চাপ সামলাতে কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। সন্ধ্যা ৭:৫৩ মিনিটে শেষ মেট্রো ছাড়বে নোয়াপাড়া থেকে। আপাতত দিনে সোয়া এক লাখ যাত্রীর ভিড় সামলাতেই এই ব্যবস্থা করছে মেট্রো রেল।
Previous Articleবিজেপির অস্ত্র আমপান দুর্নীতি
Next Article হাতির তান্ডবে অতিষ্ঠ বড়জোরা, ঝাড়গ্রাম
Related Posts
Add A Comment