কলকাতা ব্যুরো : প্রত্যেক বছর থিমের পূজো করে তেলেঙ্গাবাগান। এবারে ব্যাতিক্রম। কারণ করোনা। সাদামাঠা, ছিমছাম পূজো এবার। ভিড় সে রকম হবে না বলেই আশা। এখনও কোভিড থাবা বসায়নি পাড়ায়। পাড়া একই রকম থাকুক পুজোর পরও। এমনই প্রার্থনা কর্মকর্তাদের। এটা একটা চ্যালেঞ্জও। বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আর তুলবেন না সদস্যরা। এই অবস্থায় মানুষকে বিব্রত করে লাভ নেই। তাদের অবস্থা এমনিতেই খারাপ। তাই ভরসা এবার নিজেরাই। সদস্যরাই চাঁদা দিয়ে পূজো করবে। জানিয়ে দিলেন সম্পাদক মধু দাস। কর্পোরেট বিজ্ঞাপন নেই একেবারেই। ছোটো খাটো কোম্পানি বিজ্ঞাপন দিতে পারেন বলে আশা। বড়ো কোম্পানিগুলি অন্যান্য বছরের মতো বিজ্ঞাপন দেবে না। আগের বছর বাজেট ছিল ৪০ – ৪২ লাখ। এবারে ৬০ শতাংশ বাজেট কমে গেছে।
তেলেঙ্গানা পূজো হবে এবার ড্রাইভ ইন কনসেপ্ট মেনে পুজো করবে। মণ্ডপ এমন ভাবে সাজানো হবে যাতে গাড়ি করে যেতে যেতে প্রতিমা দর্শন হয়। অত্যুৎসাহী দর্শকদের সানিটাইজিং আর থার্মাল স্ক্রিনিং এর ব্যাবস্থা থাকছে। এবার তিন দিক খোলা মঞ্চ। শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্র পাল।
		
									 
					


