কলকাতা ব্যুরো: আটজন সাংসদকে সাসপেন্ড করা হয় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে মমতা বলেন, যারা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করছেন, তাদের এই ভাবে মুখ বন্ধের চেষ্টা দুর্ভাগ্যজনক। এই ঘটনাকে সরকারের স্বৈরাচারী মানসিকতার পরিচায়ক হিসেবেই দেখছেন মমতা। এটা গণতন্ত্রের নিয়ম এবং আদর্শ কে ও পদদলিত করছে বলে মমতা উল্লেখ করেছেন তার টুইটে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কৃষকদের হয়ে এই লড়াই চালিয়ে যাবেন। কোনভাবেই এই সরকারের কাছে মাথা নত করবে না তৃনমূল। মমতার এই ট্যুইট করার পরে এবারে কংগ্রেস ও বিজেপি বিরোধী অন্য দলগুলি কি অবস্থান নেই সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
রবিবার রাজ্যসভায় কৃষক বিল পাস নিয়ে ধুন্ধুমার হয়। সেখানে গোলমাল পাকানোর অভিযোগে তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন সহ কংগ্রেস, সিপিএম এবং আপ-এর মোট আটজন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।