কলকাতা ব্যুরো: লকডাউনের মধ্যে বেসরকারি আর্থিক সংস্থা থেকে নেওয়া ঋণের টাকা শোধ করতে না পারায় প্রকাশ্যে ধিকৃত হয়ে আত্মহত্যা করলেন এক যুবক। প্রবীর মুখোপাধ্যায় নামে বছর তিরিশের যুবক নিমতার বাসিন্দা। তার সুইসাইড নোট থেকে পুলিশ জানতে পেরেছে মার্চ মাসে তিনি ওই সংস্থার ঋণের সুদের টাকা দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে আর টাকা মেটাতে পারছিলেন না লকডাউন এর কারণে। এরপর থেকে তাকে টাকার জন্য তাগাদা দিতে থাকে ওই সংস্থা।
ঘটনা বাড়াবাড়ির পর্যায়ে যায় ওই আর্থিক সংস্থার কয়েকজন লোক বুধবার বাড়িতে এসে টাকা না দেওয়ায় জন্য অকথ্য ভাষায় তাকে অসম্মান করে। সুইসাইড নোটে ওই যুবক যারা এসেছিলেন তাদের কথা এবং অপমানের কথা লিখেছেন। আজ তার দেহের ময়নাতদন্ত হবে। পরিবারের অভিযোগ পাওয়ার পর সুইসাইড নোটটি নিয়ে পুলিশ মামলার অন্যতম নথি হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু করবে।
		
									 
					