%%sitename%%

এক নজরে

৭৮০ কিলোর শঙ্কর মাছ দীঘায়

By admin

July 27, 2020

কলকাতা ব্যুরো: আবার দীঘা মোহনায় বিশাল আকারের শঙ্কর মাছ ধরা পড়লো। আজ সকালে প্রায় ৭৮০ কিলো ওজনের চিল শঙ্কর মাছটি ধরা পড়ে মোহনার কাছে। এর আগে মার্চ মাসে প্রায় ৯০০ কেজির একটি প্রকাণ্ড মাপের শঙ্কর মাছ পাওয়া গিয়েছিল এই মোহনাতেই। পরে নিলামে প্রায় ২০ তাকাই সেই ম্যাচটি বিক্রি হয়।

এ দিন সকালে বিরাট মাপের মাছ ওঠার খবর পেয়ে তা দেখতে ভিড় জমে যায় ওই এলাকায়। মাছের ছবি তোলা থেকে তার সঙ্গে সেলফি তোলায় মেতে ওঠেন অনেকে। এখন দীঘায় কিছু পর্যটকের ভিড় আছে। তাঁদেরও অনেকে খবর পেয়ে সেই মাছ দেখার জন্য ভিড় করেন। তাঁদের কেউ কেউ উৎসুক হয়ে বিশাল আকারের চিল শঙ্করমাছের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।