কলকাতা ব্যুরো: ২০১৫ সালে গ্যাস লিক করে প্রেসিডেন্সির এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় ৬৪ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। বুধবার এই নির্দেশ দেন জাতীয় পরিবেশ আদালতের বিচারপতি এসপি ওয়াংদি এবং বিশেষজ্ঞ সদস্য এসএস গারবিয়াল।
বছর পাঁচেক আগের ওই ঘটনায় মৃত্যু হয়েছিল সুমন্তিকা ব্যানার্জির। বছর ঊনিশের ওই ছাত্রীর বাড়ি জলপাইগুড়ি। পড়তেন প্রেসিডেন্সিতে। আরো একজন ছাত্রীর সঙ্গে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন তিনি মুচিপাড়া থানা এলাকার একটি বাড়িতে।
অভিযোগ, সেদিন ওই বাড়িতে গ্রেটার কলকাতা গ্যাস সাপ্লাই করপোরেশন-র পাইপ লিক করেই মৃত্যু হয়েছিল ওই ছাত্রীর। যা নিয়ে পরিবেশ আদালতে মামলা দায়ের করেছিলেন ওই ছাত্রীর বাবা দেবাশীষ ব্যানার্জি। এই মামলাতেই এদিন মৃতের পরিবারকে এক মাসের মধ্যে ওই ক্ষতিপূরণের নির্দেশ দেয় পরিবেশ আদালত। সময় মতো ক্ষতিপূরণ না দিলে ওই পরিবারকে বার্ষিক ১২ শতাংশ হারে সুদও দিতে হবে গ্রেটার কলকাতা গ্যাস সাপ্লাইকে।