%%title%%

এক নজরে

লকডাউনের দোসর বৃষ্টি

By admin

July 29, 2020

শুনশান শহরে পুলিশের নজর

কলকাতা ব্যুরো: করোনা সংক্রমন ঠেকাতে এএ দফায় শুরু হওয়া লক ডাউনের তৃতীয় দিনে পুলিশি কড়াকড়ি কিছুটা বাড়লো। ফলে এ দিন সকাল থেকেই রাস্তা তুলনায় শুনশান। তার উপর বেলার দিকে শহর ও শহরতলিতে ঘন্টাখানেকের তুমুল বৃষ্টি লক ডাউনে অন্য মাত্রা জুড়লো। এ দিন সকাল থেকেই কলকাতায় বিভিন্ন রাস্তায় নাজাদারী ছিল যথেষ্ট বেশি।

লক ডাউনে বেরিয়ে পরাদের যথেষ্ট জবাবদিহি করে পুলিশকে সন্তুষ্ট করতে হয়েছে। ধর্মতলা, শ্যামবাজার, গড়িয়াহাট, সিঁথি-সর্বত্রই রাস্তা ছিল ফাঁকা।এমনিতেই স্কুল-কলেজ, অফিস-কাছারি, পরিবহণ সব বন্ধ। লক দনের দিনে উড়ান চলাও বন্ধ করা হয়েছে।

কলকাতার বেহালা থেকে চিড়িয়ামোড়, বাইপাস, পার্ক সার্কাস, বেলেঘাটা, গড়িয়া, গড়িয়াহাট, রাসবিহারী, যাদবপুর, সেন্ট্রাল অ্যাভেনিউ-সহ শহরের প্রায় সব রাস্তায় পুলিশি ব্যারিকেড বসানো হয়েছে। পুলিশকর্তারাও বাহিনী নিয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। মাস্ক না পরলে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।বড়বাজার, পোস্তাবাজার এলাকায় সব দোকান পাট বন্ধ। বিধি ভাঙা ঠেকাতে এলাকাগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাইকেও প্রচার চালানো হচ্ছে।