এক নজরে

KIFF 2022: করোনার বাড়বাড়ন্তেও বন্ধ হলো না কলকাতা চলচ্চিত্র উৎসব

By admin

January 04, 2022

কলকাতা ব্যুরো: করোনা আবহেও বন্ধ হলো না কলকাতা চলচ্চিত্র উৎসব। সিনেপ্রেমীদের জন্য সুখবর শুনিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ চলবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পাশাপাশি এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে ১৬০টি সিনেমার ২০০টি শো আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে। তবে রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, এই কোভিড আবহে কীভাবে উৎসব? প্রশ্নে ৫০% আসনের যুক্তি আয়োজকদের।

এ দিন পরিচালক অরিন্দম শীল জানান, এ বছর করোনা আবহে ছবির সংখ্যা কমলেও ফিল্ম ফেস্টিভ্যালের গুণগত মান কিছুতেই কমবে না। তবে নেতাজি ইন্ডোর থেকে নয়, ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হবে নবান্ন সভাঘর থেকেই।

অন্যদিকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের কথায়, আগের মতো চলচ্চিত্র উৎসব করার ইচ্ছে থাকলেও এবারে তা সম্ভব হল না। তাই সংকোচনের রাস্তায় ফিরে যেতে হচ্ছে।

রাজ্যজুড়ে করোনার সংক্রমণের আগ্রাসী আস্ফালন দেখার পরই সোমবার থেকে রাজ্যজুড়ে জারি হয়েছে একাধিক কঠোর বিধি নিষেধ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিউটি পার্লার, স্পা, সেলুন, জিম আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন-এর তরফে। যদিও রাজ্যের প্রশাসনিক দফতরের পক্ষ থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলা রাখার নির্দেশ রয়েছে রাত ১০ টা পর্যন্ত। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত লাগু থাকছে নৈশকালীন বিধিনিষেধ।

এদিকে, করোনা সংক্রমণ রুখতে কলকাতায় ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন। কলকাতার মোট ২৫টি এলাকাকে চিহ্নিত করে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে পুরসভা। ৪১টি মাইক্রো কনটেনমেন্ট জোন আছে হাওড়া জেলায়। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের ১৮টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। ব্যারাকপুর পুরসভা এলাকায় গত তিনদিনে ৩০ জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন।

এই পরিস্থিতিতে ব্যারাকপুরে ১৭টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। যাঁদের বাড়িতে করোনা আক্রান্ত রয়েছেন, তাঁদের বাড়ির লোককে নিষেধ করা হয়েছে বাইরে বেরোতে।

উল্লেখ্য, গতবছর জানুয়ারির দিকে করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠা গিয়েছিল বটে, কিন্তু করোনার ভয়ে একেবারে চলে যায়নি। তাই প্রতিবারের মতো নেতাজি ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকেনি বাংলা। তারকাদের চাঁদের হাটের বদলে অনেকটা ছিমছাম করেই উদ্বোধন হয়েছিল ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারও অনেকটা সেই একইরকম ভাবেই অনুষ্ঠান আয়োজিত হবে ।