এক নজরে

মাওবাদীদের ভিডিও এখন ভাইরাল জঙ্গলমহলে

By admin

December 04, 2020

কলকাতা ব্যুরো: খুন, জখম, রাহাজানি, তোলাবাজি চালিয়ে এক দশক আগে যথেষ্ট বদনাম কুড়িয়ে ও মানুষকে আতঙ্কিত করেই জঙ্গলমহল থেকে সরতে হয়েছিল মাওবাদীদের। অন্যান্য রাজ্যেও অনেকটাই ক্ষমতা খর্ব হয়েছে মাওবাদী সংগঠনের। এখন ঘুরে দাঁড়াতে তাই আধুনিক প্রযুক্তির সঙ্গ নিচ্ছে মাওবাদীরাও। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সামনে তাদের সংগঠনের কাজকর্ম বুঝিয়ে মগজ ধোলাই করে সাধারণ মানুষকে নিজেদের দলে ভেড়াতে চাইছে মাওবাদীরা। তাই ব্যবহার করছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এমনই একটি মাওবাদীদের তৈরি ভিডিও ভাইরাল হয়েছে এ রাজ্যের জঙ্গলমহলেও।

পিপলস লিবারেশন গেরিলা আর্মি বা মাওবাদীদের সশস্ত্র বাহিনীর ২০ তম জন্মদিন উপলক্ষে এক ভিডিও তৈরি করা হয়েছে। মাওবাদীদের ভিডিওটি তৈরি করেছে দণ্ডকারণ্য চেতনা নাট্য মঞ্চ নামে মাওবাদীদের সাংস্কৃতিক গোষ্ঠী। মাওবাদী মহিলারা সবুজ পোশাক পড়ে হাতে লাল কাপড়ের টুকরো নিয়ে হিন্দি ও অল চিকি ভাষায় লোকগানের মাধ্যমে মাওবাদীদের কাজের প্রচার করছে গানের মাধ্যমে। মূলত এভাবেই বিভিন্ন জায়গায় যুবক যুবতীদের দলে টানার চেষ্টা করছে। ভিডিও এ তাদের লক্ষ্য শ্রেণীশত্রু নিকাশ করা।

সেই ভিডিও একদিকে মহিলারা যেমন হাতে লাল ফেট্টি, যা আগ্নেয়াস্ত্রের প্রতীক তা নিয়ে গানের তালে নাচ করছে, একই সঙ্গে ভিডিওয় দেখানো হয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়ে মাওবাদী গেরিলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে। রীতিমত একটি দক্ষ বাহিনীর মত তারা কমান্ডের সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করছে।এই ভিডিওই এখন জঙ্গলমহলের মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে। বর্ষিয়ান পুলিশ অফিসাররা মনে করছে, যদিও এ রাজ্যে ভিডিও তৈরি হয়নি, তবু প্রচারের সুযোগ হাতছাড়া করছেন না মাওবাদীরা। তাই ভার্চুয়াল মাধ্যমে নিজেদের প্রচার করে ধীরে ধীরে মানুষকে দলে টানার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠন।