আবহাওয়া

১১-১৪ প্রবল বৃষ্টি, ভরা কোটালে ফের বানভাসির আশংকা

By admin

June 07, 2021

কলকাতা ব্যুরো: ঘূর্ণিঝড় যশ ও মরা কোটালের আঘাতে রাজ্যের গ্রামাঞ্চলে ক্ষতের চিহ্ন এখনো দগদগে। এরইমধ্যে ফের রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ থেকে ১৪ জুন প্রবল বর্ষণ হবে রাজ্যে। ফলে নদী তীরবর্তী এলাকার আগামী ১০ তারিখের মধ্যে যতটা সম্ভব ভাঙ্গা বাঁধ মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরকে। সোমবার রাতে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে এ ব্যাপারে কলকাতা পুরসভা সহ রাজ্যের সব জেলাশাসককে সতর্ক করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবার ২৬ জুন ভরা কোটালে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, ঐদিন জলোচ্ছ্বাস ছাপিয়ে যেতে পারে যশের নদীগুলির জলোচ্ছ্বাসে থেকেও।

এদিকে সোমবার দুপুরের পর থেকেই কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ মেঘে ঢেকে যায়। কিছু এলাকায় ঝড়ো বাতাসের সঙ্গে প্রবল বজ্রপাত হয়। বজ্রপাতে রাজ্যে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাত হয় বিভিন্ন জেলায়। রাজ্যে ঘনঘন বজ্রপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে বজ্রপাতে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ও জখম দের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১১ জুন থেকে রাজ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি নামবে। ঠিক একই সময়ে ভরা কোটাল এর জন্য সমুদ্র, নদীতে প্রবল জলোচ্ছাসে হবে। এই কারণেই এবার ওই পাঁচ দিন বৃষ্টিতে ও জলোচ্ছ্বাসে দুর্যোগের আশঙ্কা করছে প্রশাসন। এদিন বিপর্যয় মোকাবিলা দপ্তর সতর্কবার্তায় জেলাশাসকদের নদী তীরবর্তী এলাকার সম্পর্কে আরো বেশি করে সতর্ক হয়ে এখন থেকেই ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছে।ঘূর্ণিঝড় যশের ধাক্কায় এখনো পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার সঙ্গেই দুই ২৪ পরগনার সুন্দরবনের অধিকাংশক এলাকার বিপর্যয়ের ছবি এখনো স্পষ্ট। শহর থেকে ত্রাণ নিয়ে গিয়ে বিপর্যস্ত ব্লগগুলিতে দেওয়া হচ্ছে। বহু মানুষের ঘর তৈরীর সুযোগ হয়নি। সরকারি ত্রিপলের তলায় চলছে মাথা গোঁজার চেষ্টা। এই অবস্থায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাসে প্রবল আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী এলাকাগুলিতে।যদিও এই বৃষ্টির সঙ্গেই রাজ্যে বর্ষা ঢুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু ভরা কোটালের জন্য পরিস্থিতি খারাপ হওয়ার আশংকা করছে প্রশাসন। কলকাতা পুরসভা বৃষ্টির জলে শহরে জল ছবি ঠেকাতে এখন থেকে তৈরি থাকার জন্য নির্দেশ দিয়েছে নিকাশি বিভাগকে। মঙ্গলবার এ ব্যাপারে বৈঠকে বসছে পুরসভা সব দপ্তরকে নিয়ে।