এক নজরে

আট লক্ষেরও বেশি

By admin

August 14, 2020

কলকাতা ব্যুরো : বেলঘরিয়ার বাসিন্দা মন্টু মণ্ডল। বয়স ৬৯ বছর। ১০ দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ছিলেন। কাঁচড়াপারা ওযার্কশপে কাজ করতেন। অবসর নিয়েছেন কয়েক বছর। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন কলকাতার নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে যেতে হয়নি । বেসরকারি হাসপাতালটি বিল করেছে ৮ লক্ষর বেশি। ভাবতে পারেন ? বেসরকারি হাসপাতালে পৌঁছনোর পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য ১০ দিনের প্যাকেজ ৬ লক্ষ টাকা। ৮ আগষ্ট তার পরিবারকে জানানো হয় মন্টুবাবু সুস্থ। ৯ আগষ্ট তাকে ছাড়া হবে। ৯ আগষ্ট সকালে বিল ধরানো হয় ৮, ০৮,২৫৫ টাকার। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাঁধে পরিবারের। হাসপাতাল বিকেলে জানায় ছাড় দিয়ে বিল দিতে হবে ৬.৭ লক্ষ টাকা। পরিবারের লোকের আক্ষেপ, কি করে এত বিল হয় ? সরকার ব্যাপারটি দেখুক। না হলে সুস্থ হলেও না খেয়ে মরতে হবে।