এক নজরে

জল্পেশ মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০

By admin

August 01, 2022

কলকাতা ব্যুরো: জল্পেশ মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জন পূর্নার্থীর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘেটেছে মেখলিগঞ্জ থানার চ্যাংরাবান্ধা সংলগ্ন ধরলা সেতুতে। পুলিসের প্রাথমিক অনুমান, পিকআপ ভ্যানে থাকা জেনারেটর থেকেই শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে।

পুলিস সূত্রে খবর, শীতলকুচি থেকে পিকআপ ভ্যানে করে জল্পেশ মন্দিরে যাচ্ছিল পূর্নার্থীরা। গাড়ির পিছনে চলছিল ডিজে। তার সঙ্গে ছিল জেনারেটরের ব্যবস্থা। কোনও কারণে শর্ট সার্কিট হয়। গুরুতর আহত হন ১৬ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে প্রথমে চ্যাংড়াবান্ধা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, ওই পিকআপ ভ্যানে মোট ২৭ জন ছিলেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিস। তবে পলাতক গাড়ির চালক। মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা পুলিস মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।