%%sitename%%

জেলা

বর্ষণে বিপর্যস্ত ডুয়ার্স

By admin

July 28, 2020

কলকাতা ব্যুরো: মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি শুরুর আগেই প্রবল বর্ষণে বিচ্ছিন্ন ডুয়ার্সের রেল ও সড়ক যোগাযোগ। ব্যাহত হচ্ছে শিলিগুড়ি শহরে অভ্যন্তরীণ যাতায়াতও। জলপাইগুড়ি জেলায় মালবাজারের কাছে লিস নদীতে জলের ধাক্কায় শিলিগুড়ি জংশন- আলিপুরদুয়ার জংশন রেলপথের সেতুটি ভেঙে যাওয়ায় রেললাইন এখন ঝুলছে। লকডাউনের কারণে যাত্রীবাহী ট্রেন ওই পথে বন্ধ। কিন্তু মালগাড়ি চলাচল ছিল। এই পথে পণ্য পরিবহণ হয় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। রেলসেতু ভেঙে পড়ায় মালগাড়ি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল। এছাড়া শিলিগুড়ি থেকে সেবক হয়ে মালবাজারের পথে জুরন্তী নদীর ব্রিজ ভেঙে পড়েছে। একটি পিক অ্যাপ ভ্যানকে নিয়ে ভেঙে পড়ে ব্রিজটি। পিক অ্যাপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শিলিগুড়ি শহরে ১ ও ৪৭ নম্বর ওয়ার্ডের মধ্যে সংযোগকারী পথে স্থানীয় একটি নদীর ওপর ব্রিজের অ্যাপ্রোচ রোড ধসে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে।