এক নজরে

ধুন্ধুমার বিশ্বভারতীতে

By admin

August 17, 2020

কলকাতা ব্যুরো: বিশ্বভারতীতে ধুন্ধুমার।পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরার চেষ্টা ভেস্তে দিল কয়েক হাজার মানুষ। আজ তারা ট্রাক, ট্র্যাক্টর চড়ে ঘটনাস্থলে পৌঁছয়। তারপর শুরু হয় তাণ্ডব। পাঁচিল গাঁথার সব সরঞ্জাম ভেঙে চুরমার করে দেয় তারা। বিশ্বভারতীর অস্থায়ী অফিস ভেঙে তছনছ করে দেওয়া হয়।বিশ্বভারতী শনিবার থেকে ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ ঘিরতে শুরু করায় অসন্তোষ বাড়ছিল। সেদিনই বাধা দেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বিশ্বভারতীর উপাচার্য নিজে প্রচুর নিরাপত্তারক্ষী নিয়ে এলাকার দখল নিয়েছিলেন। ফেসবুকে শুরু হয়ে গিয়েছিল মেলার মাঠ বাঁচাও কমিটির নামে প্রচার। তারপর আজ সকাল সকাল বিনা বাধায় এই হামলা চলে। বিশ্বভারতী আর পৌষমেলা আর করবে না বলে ঘোষণা করায় এলাকায় অসন্তোষ ছিলই। মেলার মাঠ ঘিরে ফেলার উদ্যোগে সেই অসন্তোষে ঘৃতাহুতি পরে।