এক নজরে

দেশে লাফিয়ে বাড়লো সংক্রমণ

By admin

August 13, 2020

কলকাতা ব্যুরো: ইংরাজিতে “আনপ্রেডিক্টেবল” শব্দটি যেন করোনা ভাইরাসের জন্য যথোপযুক্ত। কখনও মনে হয়, সংক্রমণ কিছুটা ধরে এসেছে। তারপরেই হঠাৎ লাফিয়ে রেকর্ড গড়ে ফেলে সংক্রমণ।যেমন গড়ল বৃহস্পতিবার। আগের দিনের চেয়ে একধাক্কায় ৬ হাজারের বেশি সংক্রমণ আজ নথিভুক্ত হল দেশে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৬৬,৯৯৯। এই ধাক্কায় মাত্র একদিনে আরও ১ লক্ষ লাফিয়ে ওঠার দোরগোড়ায় দেশের সংক্রমণের পরিসংখ্যান।আজ সকালের হিসেবে দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩,৯৬,৬৩৮। আজ রাতের মধ্যে এই অঙ্কটার ২৪ লক্ষের গণ্ডি পার হওয়া একেবারে নিশ্চিতই বলা যায়। মৃত্যুর দৈনিক সংখ্যাও বেড়েছে গত ২৪ ঘণ্টায়। সংখ্যাটা ৯৪২। ফলে দেশে করোনায় মোট মৃতের হিসেবটা এখন ৪৭,০৩৩। দেশে আজ পর্যন্ত করোনা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পরিসংখ্যান হল ১৬,৯৫,৯৮২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬,৩৮৩। সুস্থতার হার আজ ৭০.৭৬। মৃত্যুর হার ১.৯৬।