এক নজরে

ঘরে বসেই বাঘ-ভাল্লুক

By admin

August 15, 2020

কলকাতা ব্যুরো : কোরোনা। বেরোতে পারছেন না। কিন্তু ইচ্ছা কার না করে বলুন? অন্ততঃ একটু পাড়ার সমুদ্র ঘুরে আসার। দীঘা, পুরী না পারি, দার্জিলিংয়ে কিন্তু ঘুরিয়ে আনতে পারি। অন্ততঃ দার্জিলিঙের চিড়িয়াখানা। এমন কি বাচ্চারা যদি বায়না ধরে নিয়ে যেতে পারেন কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ও। ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ সরকার।

যে সমস্ত মানুষ কোরোনা জন্য ঘরবন্দী তারা ফেসবুক খুললেই পৌঁছে যাবেন আলিপুর চিড়িয়াখানা বা দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। একদম লাইভ টেলিকাস্ট। কাল বিকেল ৩.৩০ মিনিটে বন মন্ত্রী রাজিব বন্দোপাধযায় এই লাইভ টেলিকাস্ট উদ্বোধন করবেন। তারপর থেকে প্রতিদিন আপনি কচিকাঁচাদের নিয়ে চলে যান আলিপুর বা দার্জিলিং । দেখুন বন্যপ্রাণীদের প্রাণ মন ভরে। সকালে আর বিকালে এক ঘন্টা করে চিড়িয়াখানা দর্শন করুন।সকালে লাইভ টেলিকাস্ট হবে ৯ টা থেকে ১০ টা পর্যন্ত। আর বিকালে ৩ টে থেকে ৪ টে পর্যন্ত। লিংক টা নিচে দেওয়া হলো। kolkata361.in কে একটা ধন্যবাদ জানবেন কিন্তু।

www.facebook.com/kolkatazoo.alipore.5

www.facebook.com/Padmaja-Naidu-Himalayan-Zoological-Park