কলকাতা ব্যুরো: শুধু সীমান্তে বৈরিতা নয়, এবার কিছু লোকের ব্যাক্তিগত দুষ্কর্মে নাম জড়াচ্ছে চিন দেশের। এ দেশের ব্যাংক গুলি থেকে এক হাজার কোটি টাকা প্রতারণা করে তুলে নিয়ে হাওলার মাধ্যমে পাচারের কিছু ব্যাক্তির চিনা ছক ফাঁস করে দিলো আয়কর দপ্তর। এই ঘটনার পিছনে থাকা বেশ কয়েকজন চিনা ব্যাক্তি ও তাঁদের সহযোগী ভারতীয়দের এই চক্রে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত করেছে আয়কর দপ্তর। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স এই খবর জানিয়েছে।
অভিযোগ, কিছু লোক চিনের কিছু বড় শিল্পের বিক্রির জন্য শোরুম খোলার নামে ইতিমধ্যে প্রকল্প তৈরি করে। সেই অনুযায়ী এখানকার বেশ কয়েকটি ব্যাংক থেকে জাল কাগজপত্র দিয়ে প্রথমে ১০০ কোটি টাকা ঋণ নিয়ে তা জমা করা হয় ৪০ টি নতুন একাউন্টে। পরে হাওলার মাধ্যমে সেই টাকা সরানোর ছক হয়। গত কয়েকদিন ধরে ইনকাম ট্যাক্স এ ব্যাপারে বেশ কিছু জায়গায় তল্লাশি চালায়।
এই ঘটনার পিছনে কিছু ব্যাংক কর্মী এবং চার্টাড একউন্টেন্ট জড়িত থাকারও প্রমান পেয়েছে আয়কর দপ্তর।